খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিরব মণ্ডলকে (১২) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে স্কুলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন নিরব। তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলটির পাঁচজন ছাত্রকে আটক করেছে পুলিশ। জানা গেছে, নিরব গুটুদিয়া গ্রামের শেখর মণ্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশে স্কুলে যায় নিরব। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবা শেখরের কাছে মোবাইল ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি থানা পুলিশকে জানান শেখর মণ্ডল। খবর পেয়ে পুলিশ নিরবকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে।
রাত ১ টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে নিরবের লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই স্কুলের নবম শ্রেণির তিন ছাত্র, দশম শ্রেণির এক ছাত্র ও ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৫ শিশুকে আটক করা হয়েছে।