মুখোশ পরে নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলা

দৈনিকশিক্ষা ডেস্ক |

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে রোববার সন্ধ্যায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আসবাব। এ হামলার জন্য বিজেপির সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন এবিভিপিকে দায়ী করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ আহত হয়েছেন অনেকে। রক্তাক্ত অবস্থায় ঐশীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঐশী ঘোষ বলেন, ‘মুখোশধারী দুষ্কৃতকারীরা আমার ওপর হামলা চালিয়েছে। আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে। আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন।’

ছাত্র সংসদের সহসভাপতি মুন বলেন, হামলার সময় পুলিশ ক্যাম্পাসেই ছিল কিন্তু তারা কিছুই করেনি। ছাত্র সংসদের নেতা–কর্মীরা অভিযোগ করেন, এই হামলায় জড়িত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এবিভিপির পাল্টা অভিযোগ, তাদের ওপর হামলা চালিয়েছেন বাম ছাত্র সংসদের সদস্যরা।

পুলিশ বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশপ্রধান অমূল্য পটনায়েককে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শতাধিক দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। তাদের অনেকে হামলার পর হোস্টেলের ভেতরে অবস্থান নেয়।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029699802398682