মুজিববর্ষে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ দাবি

নিজস্ব প্রতিবেদক |

মুজিববর্ষে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানিয়েছেন  বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতারা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলায় অনুষ্ঠিত ‘মুজিববর্ষেই জাতীয়করণ ঘোষণা চাই’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

 ‘মুজিববর্ষেই জাতীয়করণ ঘোষণা চাই’ শীর্ষক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সচিব ইয়াসমিন উষা, কুমিল্লা জেলা শাখার সভাপতি প্রসেনজিত্ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মো. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা বক্তব্য রাখেন।
 
সভায় শিক্ষক নেতারা বলেন, এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫ শতাংশ ঈদ বোনাস পান শিক্ষকরা। যা ১৬ বছরেও পরিবর্তন হয়নি। টাইমস্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড দেয়া এখনো শুরু হয়নি। তাই শিক্ষক সমাজে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকদের ঐচ্ছিক বা বিভাগীয় বদলি আজও চালু হয়নি আর শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন অব্যাহত আছে। এসব জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

শিক্ষক নেতারা আরও বলেন, মুজিববর্ষে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের ঘোষণা দেয়ার দাবি জানাচ্ছি। দাবি আদায়ে আগামী ৯ মার্চ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। জাতীয়করণের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষক নেতারা।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00235915184021