নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মশিউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সময় তাদের কাছ থেকে মুঠোফোন পাওয়া যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার মশিউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখে দুই পরীক্ষার্থীকে সন্দেহ হলে তাদের তল্লাশী করেন। তল্লাশীর সময় পরীক্ষার হলে নিষিদ্ধ মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে দুজনকে বহিষ্কার করা হয়।
তথ্য অনুযায়ী, এ দুই পরীক্ষার্থী একজন নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজ ও অপরজন নীলফামারী আর্দশ কলেজের পরীক্ষার্থী।
নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেন।