ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পবিত্র আল কোরআন এবং ইসলামের শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করার অভিযোগে ব্লগার আসাদ নুর ওরফে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে মামলার অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম সরদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগে বলা হয়, আসামি পবিত্র ধর্ম ইসলামবিদ্বেষী, কুরুচিপূর্ণ, বিকৃত রুচিসম্পন্ন, ধর্মীয় ভাবাবেগ, মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে এমন সব অসত্য মানহানিকর তথ্য তার ফেসবুক আইডি ও ইউটিউর চ্যানেলে প্রচার ও প্রকাশ করে। আসামি কেবল পবিত্র কোরআন মাজিদ ও হযরত মুহাম্মদ (সা.)কে মানহানিকর প্রচার প্রচারণা করেই ক্ষান্ত থাকে নাই, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ড. আসিফ নজরুলকে অপমান ও অপদস্থ করে অসত্য মানহানিকর মিথ্যা প্রচার প্রচারণা করেছে।
একই ধরনের অভিযোগে ২০১৭ খ্রিষ্টাব্দের ২৫ ডিসেম্বর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্লগার আসাদ নূর আটক হয়ে কারাগারে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিন পান।