মৃত্যুঝুঁকি নিয়ে ১২শ’ শিক্ষার্থীর রাস্তা পারাপার

নিজস্ব প্রতিবেদক |

চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ১২শ’ ছাত্র-ছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যায়। এতে প্রায় সময়ই বেপরোয়া গতির গাড়ির সামনে পড়তে হয় তাদের। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কবলে পড়ে এই বিদ্যালয়ের ২জন শিক্ষার্থী মৃত্যু এবং অন্তত ১০ জন শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা নাছরিন।

বিদ্যালয়টিতে বর্তমানে চান্দিনা, পার্শ্ববর্তী বুড়িচং ও দেবিদ্বার এই তিন উপজেলার প্রায় ১২ শত জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। দেবিদ্বার ও বুড়িচং উপজেলার ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে হয়। দুর্ঘটনাপ্রবণ এই স্থানটিতে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হলে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা আসবে বলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন।


নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহিল রাফি জানায়, ‘আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এখানে একটি ফুট ওভারব্রিজ করে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।’

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাদিয়া সুলতানা বলেন, ‘আমাদের অনেক ভাই-বোন সড়কে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়েছেন। দুইজন মারা গিয়েছেন। এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং চান্দিনা উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য জাহানারা নাছরিন বলেন, বিদ্যালয়ের প্রায় ১২শ’ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী সড়ক পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। তাদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় শুরুর আগে এবং ছুটির সময় শিক্ষকরা লাল পতাকা উঁচিয়ে গাড়ি চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপার করে দেন।’

তিনি আরও জানান, ‘উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় আমি এই বিষয়টি তুলে ধরে ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা পাওয়ার চেষ্টা করেছি। কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দিলে আমরা উপকৃত হবো।’

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি এস.এম জাকারিয়া বলেন- ‘জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় শিক্ষার্থীদের জীবন ঝুঁকির বিষয়টি আমি উপস্থাপন করেছি। এই উপজেলার তিনটি স্থানে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফুটওভার ব্রিজ স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। এর মধ্যে এই বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের প্রস্তাবনাও রয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার (১০ অক্টোবর) দুপুর পৌণে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত দুইজন ছাত্রী নিহত হন। 


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0050549507141113