মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর শিব প্রসাদ সেন গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
প্রফেসর শিব প্রসাদ সেন ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ খ্রিষ্টাব্দে কুমিল্লা বোর্ডের অধীন এইডেড হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ এবং ১৯৬৫ খ্রিষ্টাব্দে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১২তম স্থান অধিকার করেন। তিনি ১৯৬৮ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সিলেটের এমসি কলেজ থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৬৯ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন।
পঞ্চাশ বছরেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে প্রফেসর শিব প্রসাদ সেন বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান এবং প্রশাসনিক ক্ষমতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রফেসর শিব প্রসাদ সেনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে সংবাদ পত্রে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।