দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোয় এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) কোর্সে ২৪ শতাংশ আসন বাড়ানো হয়েছে। আগে দেশের মোট ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। নতুন আরও ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়ে আসন সংখ্যা দাঁড়িয়ে ৫ হাজার ৩৮০টি। এক বছরে ২৪ শতাংশ সিট বাড়ানো হয়েছে।
বুধবার কালাজ্বর ও ফাইলেরিয়া নির্মূল উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘মেডিক্যাল শিক্ষা মান উন্নয়নে সরকার জনবল ও অবকাঠামো সংকট নিরসনে কাজ করছে। এমনকি এক ধাক্কায় প্রায় ২৪ শতাংশ আসন বাড়ানোর হয়েছে। শিক্ষক সংকট নিরসনে কাজ করা হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি জেলায় হাসপাতালের শয্যার সংখ্যা দ্বিগুণের বেশি করা, প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেডের অতিরিক্ত ডায়ালাইসিস বেড করা, আট বিভাগে আটটি ১ হাজার ৫০০ শয্যার ক্যানসার কিডনি হাসপাতাল করা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করে ৩০ রকমের ওষুধ বিনামূল্যে দেওয়া থেকে শুরু করে করোনা মহামারি মোকাবিলায় বিশ্বে পঞ্চম স্থান অর্জন করাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এগুলোর কিছুই বিএনপি চোখে দেখে না।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা প্রতিরোধে দেশে ৩৭ কোটি টিকা দেওয়া হয়েছে। এদের কারও কোনো সমস্যা হয়নি। টিকা প্রয়োগে আমেরিকার চেয়েছে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এমনকি আমেরিকা আমাদের প্রসংশা করেছে।’