আগামীকাল শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) এমবিবিএস এবং বিডিএস (ডেন্টাল) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বরিশাল অঞ্চল থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিন হাজার ৭৩৫ জন শিক্ষার্থী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রের অধীনে এসব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজ কর্তৃপক্ষ। এরইমধ্যে পরীক্ষা কেন্দ্র এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রনি দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সারাদেশে ১৯টি কেন্দ্রে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ।
তিনি বলেন, সারাদেশে সরকারি মেডিকেল কলেজগুলোর চার হাজার ৩৫০টি আসনের বিপরিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে আসন সংখ্যা ২৩০টি। এই অঞ্চল থেকে মোট তিন হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের তিনটি গ্যালারি এবং সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) পরীক্ষা নেয়া হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরীক্ষা শুরুর অন্তত আধাঘণ্টা আগে হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। হলে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নেয়া যাবে না। তাছাড়া অভিভাবকদের পরীক্ষার হলের বাইরে নির্ধারিত দূরত্বে অবস্থান নিতে হবে। কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।