সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় এক মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন বন থেকে ফিরে আসা মৌয়ালরা।
ওই মৌয়ালের নাম মন্টু গাজী (৫২)। তিনি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুদ আলী গাজীর ছেলে।
গত ১৯ এপ্রিল রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।
সুন্দরবন সাতক্ষীরা বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বনবিভাগের পক্ষ থেকে একটা টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফিরে আসা মৌয়ালরা জানিয়েছেন, সে রাতে সবাই একসাথে ঘুমিয়ে ছিলেম। হঠাৎ বাঘের গর্জন শুনে কয়েকজনের ঘুম ভেঙে যায়। এরই মধ্যে ঘুমান্ত অবস্থায় মৌয়াল মন্টুকে ধরে নিয়ে যায় বাঘ।
গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, ১৯ জন মৌয়াল বাড়িতে ফিরেছেন, তবে একজন আসেননি। ফিরে আসা মৌয়ালরা জানিয়েছে, সুন্দরবনের তালপট্টি এলাকায় মন্টু গাজীকে বাঘ ধরে নিয়ে গেছে।
সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়াল রুহুল আমিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগ থেকে অনুমতি নিয়ে ১ এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য দুই নৌকায় ২০ জনের একদল মৌয়াল সুন্দরবনে যান। এরপর বাঘ মৌয়াল মন্টু গাজীকে ধরে নিয়ে গেছে।