‘ম্যানার’ শেখাতে গেস্টরুমে ডেকে নিয়ে প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। গত শনিবার রাতে কলেজের উত্তর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা হলেন, ২০২০-২১ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জুনাইদ, বাংলা বিভাগের শাহিনুর ও রকি। তাঁরা তিনজনেই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং শীর্ষ পদপ্রত্যাশী জসিম উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
গেস্টরুমে নির্যাতনের বিষয়টি জানতে ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা শনিবার রাতে উত্তর ছাত্রাবাসের ১২০ নম্বর কক্ষে অবস্থিত গেস্টরুমে প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে ডাকেন। তাঁরা গেস্টরুমে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁদের মাথায় ও হাতে আঘাত করতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে আহত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ভোররাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।
নির্যাতনের শিকার ওই তিন শিক্ষার্থী হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তানভীর, ভূগোল বিভাগের রাকিব বিন রাজু ও বাংলা বিভাগের বোরহান। তাঁরা সবাই ২০২১-২২ সেশনে কলেজে ভর্তি হন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রাবাসের গেস্টরুমে নিয়ে আমাদের মারধর করা হয়। বিভিন্ন বিষয় নিয়ে
আমাদের মানসিক টর্চার করে সিনিয়ররা। আমরা নাকি সিনিয়রদের কথা শুনি না, বেয়াদবি করি। এসব অভিযোগ তুলে আমাদের কিল-ঘুষি মেরেছে, মাথায় ও হাতে আঘাত করেছে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে এখন বিশ্রামে আছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কর্মী রকি ও জুনাইদ মারধরের বিষয়টি অস্বীকার করেন। তাঁরা বলেন, জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। সিনিয়ররা মিটমাট করে দিয়েছে।
গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ নিয়ে কথা বলতে উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ ওবায়দুল করিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘মারধরের বিষয়ে শুনিনি। তবে তাদের ভুল-বোঝাবুঝি হয়েছে, পরবর্তীতে তারা মিটমাট করে ফেলছে বলে জানতে পেরেছি।’