মোকা’র কারণে গত দু’দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বন্ধ থাকায় অনিশ্চয়তার সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করে চলে যাওয়ায় মঙ্গলবার যথাসময়ে শুরু হবে চবির ভর্তি পরীক্ষা। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।
চবির রোববার ও সোমবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার ভর্তি পরীক্ষা নিয়ে সভার পর এ বিষয়টি নিশ্চিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রক্টর বলেন, ‘যেহেতু ঝড় বাংলাদেশ অতিক্রম করে চলে গেছে। তাই যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে মঙ্গলবার থেকে। চলবে ২৫ মে পর্যন্ত। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে চবির ভর্তি কার্যক্রম।
১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে দিনে ৯ বার যাওয়া-আসা করবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।