যবিপ্রবির কোষাধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

যবিপ্রবি প্রতিনিধি |

শেষ কর্ম দিবসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদকে ফুল ও সম্মাননা স্মারকের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ মহোদয়ের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

আশা করি, এ বিশ্ববিদ্যালয়ের যখনই তার প্রয়োজন পড়বে, তিনি আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। তার ভেতরে অনেক প্রশাসনিক দক্ষতা রয়েছে, যেগুলো আমাদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিলে তাদের দক্ষতার উন্নয়ন ঘটবে। এ বিশ্ববিদ্যালয়ের দ্বার সব সময় আপনার জন্য উন্মুক্ত থাকবে।
 
সংবর্ধিত অতিথি ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ তাঁর বক্তব্যে দীর্ঘ চার বছরের আর্থিক ও প্রশাসনিক কর্মের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা ছাড়া আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতাম না। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবেই আমি থেকে যেতে চাই। এ ধরনের বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়ায় যবিপ্রবির উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

জানা গেছে, যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল মজিদ ২০১৯ খ্রিষ্টাব্দের ১৩ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন।  

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব) মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, জ্যেষ্ঠতম অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কর্মকর্তাদের পক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস, কর্মচারীদের পক্ষে তত্ত্বাবধায়ক কমিটির সরদার ফরিদ আহমেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ। বিদায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানরা, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0023210048675537