যশোরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (২৮ এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ দিকে তীব্র দাবদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ঘরের বাইরে তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দফতর জানায়, দুপুর ২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ৩টা নাগাদ এ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। রোববার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শাহাজাহান আলী নামে এক ভ্যানচালক বলেন, কয়েক দিনের গরমে ভোগান্তি চরমে উঠেছে। আজ আগুন ঝরছে। সড়কে লোকজন কম। আয় ইনকাম নেই। তাই গাছতলায় বসে আছি।
রাহাত আলী নামে এক পথচারী বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। স্বস্তি পেতে তাই শরবত খেলাম। এখন একটু ভালো লাগছে।
জালাল উদ্দিন নামে এক শরবত বিক্রেতা বলেন, গরমের কারণে বিক্রি বেড়েছে। এত গরম আগে অনুভত হয়নি। আমার বিক্রি ভালো হচ্ছে, তারপরও কবে বৃষ্টি হবে; স্বস্তি ফিরবে সেই আশায় আছি।