জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজ। শুক্রবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে কলেজে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। পরে দেয়ালিকা উদ্বোধন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, কেক কাটা ও জুম্মাবাদ কলেজ মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। পবিত্র গীতা থেকে পাঠ করেন রসায়ন বিভাগের প্রভাষক সজীব কুণ্ডু।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মুরাদ হুসাইন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস এম শফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক মদন কুমার সাহা।অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জিল্লুল বারী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মমিন, রসায়ন বিভাগ প্রভাষক মো. আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারী মাইকেল মধুসূদন কলেজ শাখার প্রচার সম্পাদক নুর ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা।