দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: যশোর বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার। তিনি এ বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তাঁর স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তার পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল।
অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর সরকারি মাইকেল মধুসূদন কলেজ উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয় তাঁর। ২০২২ খ্রিষ্টাব্দের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।