যশোর বোর্ডে ১৪ লাখ শিক্ষার্থীর অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের যাত্রা শুরু

যশোর প্রতিনিধি |

অনলাইন স্টুডেন্ট প্রোফাইল নামে নতুন একটি সফ্টওয়ার তৈরি করেছে যশোর শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সব তথ্য এতে আপলোড করা হবে। শুরুতেই ১৪ লাখ শিক্ষার্থী এই সফটওয়্যারের আওতায় আসবে। গত ১৮ জুলাই এ প্রোফাইলের যাত্রা শুরু হয়েছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রোফাইলটির দুটি দিক রয়েছে। একদিকে বোর্ড থেকে শিক্ষার্থীর সব অর্জন, যেমনÑ সব নিবন্ধন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, রেজাল্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ পিডিএফ আকারে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর আইডির বিপরীতে আপলোড হবে, যা শিক্ষার্থীরা সারা জীবন ব্যবহার করতে পারবে। সনদ হারানোর কোন ভয় থাকবে না, বহনের কোনো ঝুঁকি থাকবে না বা শ্রমের প্রয়োজন হবে না।

যেকোন সময় আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে প্রিন্ট দিয়ে নিতে পারবে। উচ্চশিক্ষা বা চাকরির আবেদন অনলাইনে করার ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে লিংক দিলেই প্রয়োজনীয় তথ্য দ্বারা আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।

এ ছাড়াও পার্সোনাল ইনফরমেশনে শিক্ষার্থী ব্যক্তিগত কোন অর্জন তার অপশনে অপলোড করতে পারবে। স্কুলের সব তথ্য, যেমনÑ ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময়ে প্রাইমারি সনদ, জন্মসনদ, টিকা কার্ড (যদি থাকে), বাবা-মা’র এনআইডি, প্রতিবছরের ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, সহপাঠ কার্যক্রমের বিবরণ, কৃতিত্বপূর্ণ কাজ, সমাজসেবামূলক কাজ প্রভৃতির বিবরণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিয়ত আপলোড করবে।

প্রতি দুই-তিন বছর অন্তর সদ্য তোলা ছবি আপলোড করবে (পুরাতন ছবিও সংরক্ষিত থাকবে)। ফলে প্রবীণ বয়সেও তার সারাজীবনের তথ্য, ছবি প্রভৃতি সে অনলাইনে বহন করবে এবং যখন ইচ্ছা তখনই ওপেন করে দেখতে পারবে। সহপাঠীরা কোথায় কেমন আছে, তা নাম বা আইডি দিয়ে সার্চ করে পেয়ে যাবে। পারস্পরিক কনভার্সেশন করতে পারবে, তথ্য বা ডকুমেন্টস আদান প্রদান করতে পারবে। বোর্ডও যেকোন সময় সার্চ করে যে কারো বর্তমান অবস্থান জানতে পারবে। এই অনলাইনেই তাকে আমন্ত্রণপত্র বা জরুরি কোনো পত্র, অভিনন্দন কার্ড প্রভৃতি পাঠাতে পারবে।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসায় প্রভৃতি বিষয়ে সহজে জরিপ করতে পারবে। শিক্ষার্থী বোর্ড ও মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই প্রোফাইল থেকেই সার্চ করতে পারবে। বোর্ডে নাম-বয়স সংশোধনসহ যেকোন আবেদন এই অপশন থেকেই করতে পারবে। এটি হবে শিক্ষার্থীদের জন্য একটি সুপার বায়োডাটা আর বোর্ডের জন্য একটি অনলাইন তথ্যভা-ার। শিক্ষার্থীরা সারাজীবন বোর্ডের সঙ্গে বোর্ডের তত্ত্বাবধানে যুক্ত থাকবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন চেয়ারম্যান হিসেবে যোগদান করেই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের ধারণাটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। বোর্ড চেয়ারম্যান জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে তথ্য আপলোড করতে নোটিস দেয়া হয়েছে। আপলোডের কাজও দ্রুত চলছে। তিনি বলেন, সফ্টওয়্যারটি তৈরি করেন বোর্ডের সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন, তদারক করেন কলেজ পরিদর্শক কে এম রাব্বানী ও উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0026199817657471