যশোর শিক্ষাবোর্ডের ৩৩ জনকে দুদকে তলব

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

যশোর শিক্ষাবোর্ড থেকে বিভিন্ন সময় সাত কোটি টাকা আত্মসাতের মামলায় শিক্ষাবোর্ডের ৩৩ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-(দুদক)। কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের। আজ রোববার থেকে এই ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করবে দুদক। যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ অডিট ও হিসাব শাখার বর্তমান ও তৎকালীন কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় শিক্ষাবোর্ডে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

বিভিন্ন সময় যশোর শিক্ষাবোর্ডের হিসাব শাখা থেকে ৭ কোটি টাকা লোপাট হয়। সর্বপ্রথম ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ে। এ নিয়ে বোর্ডের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠিত হয়। ওই কমিটির কর্মকর্তারা তখন জানিয়েছিলেন,২০২১ খ্রিষ্টাব্দে বিভিন্ন সময় শিক্ষাবোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে ৭ কোটি টাকা। ঘটনা ফাঁস হওয়ার এক পর্যায়ে বোর্ড কর্তৃপক্ষ যশোর দুদকে লিখিত অভিযোগ করেন।  তৎকালীন চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেনের পরামর্শে সাবেক সচিব এএমএইচ আলী আর রেজা এই অভিযোগ করেন। এরপর তদন্তে নেমে দুদক দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা করে। দুদক যশোরের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন, সচিব এএমএইচ আলী আর রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম প্রমুখ।

আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ হন যশোর দুদকের তৎকালীন উপপরিচালক নাজমুচ্ছায়াদাত। গত বছরের ডিসেম্বরে তিনি বদলি হওয়ার পর নতুন উপপরিচালক হিসেবে মো. আল আমিন যোগদান করেন। বর্তমানে তিনি মামলাটি তদন্ত করছেন। দুদক মামলাটিকে অত্যধিক গুরুত্ব দিয়ে ঘটনার সঙ্গে আসলে কারা, কীভাবে জড়িত-তার সন্ধানে নেমেছে।   দফায় দফায় সরেজমিন তদন্ত চলছে। বর্তমানে বোর্ডের ওইসময়ের হিসাব ও অডিট শাখায় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে দুদক। তিন দফায় এই ৩৩ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

ইতোমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে সাক্ষ্যগ্রহণ সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পত্রপ্রাপ্তরা।

এদিকে হিসাব সহকারী আব্দুস সালাম লিখিতভাবে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়টি স্বীকারও করেন। এরপর ২০২১ খ্রিষ্টাব্দের অক্টোবরে তিনি দু’দফায় ৩১ লাখ টাকা ফেরত দেন। গত বছরের ৭ ফেরুয়ারি জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে হিসাব সহকারী সালামের তালাবদ্ধ কক্ষটি খোলা হয়। তখন আলমারি থেকে জাল চেক, সিল ও প্যাড উদ্ধার করা হয়। 

এরপর তদন্ত বোর্ডের সুপারিশের ভিত্তিতে আব্দুস সালামকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। গত বছরের ২৫ জুন তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। রিপোর্টে উল্লেখ করা হয়, হিসাব সহকারী আব্দুস সালামের যোগসাজশে সাত কোটি টাকা লোপাট করা হয়েছে।

অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ার পর হিসাব সহকারী আব্দুস সালামকে শিক্ষাবোর্ড থেকে চাকরিচ্যুত করা হয়। চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে চাকরিচ্যুত করা হয় তাকে।

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, হিসাব সহকারী আব্দুস সালাম শিক্ষাবোর্ডের এসটিডি হিসাব নম্বর ২৩২৩২৪০০০০০২৪ খাতের ভ্যাট, ট্যাক্স বাবদ ইস্যুকৃত নয়টি চেকের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা দুর্নীতি, চুরি, আত্মসাৎ ও তহবিল তছরুপের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেন বোর্ড কর্তৃপক্ষ। সালাম ওই নোটিশের জবাব দেন, যা সন্তোষজনক মনে করেনি শিক্ষাবোর্ড। এ কারণে সরকারি কর্মচারী ও চাকরি বিধিমালা অনুযায়ী সালামের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য তদন্ত বোর্ড গঠন করা হয়। তদন্ত বোর্ডের অনুসন্ধানে আব্দুস সালামের বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা আত্মসাতের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
 
যশোর বোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার গতকাল বলেন, দুদক চিঠি দিয়েছে। পর্যায়ক্রমে ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সাক্ষ্য দিতে হবে। 

 


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024209022521973