যুব বিশ্বকাপ : কোয়ার্টার থেকেই বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের

দৈনিকশিক্ষা ডেস্ক |

দুদিন আগে নাইজেরিয়ার কাছে হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অবশ্য দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তবে খুব বেশিদূর এগোতে পারলো না তারাও।

কোয়ার্টার ফাইনালেই স্বপ্ন ভাঙলো পাঁচবারের চ্যাম্পিয়নদের। কাতার বিশ্বকাপে নেইমার-ভিনিসিয়ুসদের নিয়ে জাতীয় দল কোয়ার্টারে হেরে বিদায় নিয়েছিল। তাদের উত্তরসূরীরাদেরও একই ভাগ্য বরণ করতে হলো।

১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ইসরায়েলের যুবারা।

পাঁচ গোলের দুর্দান্ত লড়াইয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। সবমিলিয়ে ব্রাজিলের থেকে কিছুটা এগিয়েই ছিল সেমিতে নাম লেখানো ইসরায়েল। তারা ৫৫ ভাগ বল দখলে রেখে মোট ২১টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২০ শটের ৯টি লক্ষ্যে রেখেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে দুই দল ছিল সমানে সমান। ডেডলক ভাঙতে পারেনি কেউই। ফলে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় ব্রাজিল আর ইসরায়েল।

দ্বিতীয়ার্ধে জমে উঠে লড়াই। প্রথমে এগিয়ে ছিল ব্রাজিলই। মার্কোস লিওনার্দোর গোলে ৫৬ মিনিটের মাথায় লিড নেয় সেলেসাওরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬০ মিনিটে সমতা ফেরান ইসরায়েলের আনান খালাইলি।

দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইসরায়েল। ব্রাজিলের ডিবক্সে এক খেলোয়াড়ের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সে পেনাল্টি ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক কাইকে পেরেইরা আজারিয়াস। তবে ফিরতি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার অবশ্য বাইরে মেরে সুযোগ নষ্ট করে ইসরায়েল।

শেষদিকে ব্রাজিলও একটি পেনাল্টি পেতে পারতো। তবে প্রতিপক্ষের হাতে বল লাগার সন্দেহে ভিআরের আবেদন করা হলে তাতে সাড়া দেননি রেফারি।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচে মূল নাটকীয়তা ছড়ায় ইনজুরি টাইমে। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিট) গোল করে ব্রাজিলকে জয়ের স্বপ্ন দেখান ম্যাথিউস নাসিমেন্তো। তবে দুই মিনিট পর (৯৩ মিনিট) হামজা শিবিলের গোলে ফের সমতা ফেরায় ইসরায়েল।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের প্রথমার্ধে যোগ করা তৃতীয় মিনিটে গোল করেন ইসরায়েলের ডেভিড টার্গেম্যান। ব্রাজিল আর সেই গোল শোধ করতে পারেনি। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক বুক হতাশা নিয়ে বিদায় নিতে হয় পাঁচবারের চ্যাম্পিয়নদের।

এদিকে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে হট ফেবারিট ইতালি।


পাঠকের মন্তব্য দেখুন
‘বারাসাত ব্যারিকেড’ ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের - dainik shiksha ‘বারাসাত ব্যারিকেড’ ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের রাতারাতি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না - dainik shiksha রাতারাতি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না মনোনীত হয়েও বৃত্তি থেকে বঞ্চিত রাবির ৯ শতাধিক শিক্ষার্থী - dainik shiksha মনোনীত হয়েও বৃত্তি থেকে বঞ্চিত রাবির ৯ শতাধিক শিক্ষার্থী পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেরোবির সাবেক প্রক্টর - dainik shiksha আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেরোবির সাবেক প্রক্টর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাদরাসা-ই-আলিয়ার ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি - dainik shiksha মাদরাসা-ই-আলিয়ার ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা বিচারকের সামনে যে হুমকি দিলেন কামরুল - dainik shiksha বিচারকের সামনে যে হুমকি দিলেন কামরুল please click here to view dainikshiksha website Execution time: 0.0098700523376465