দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: পবিত্র রমজান মাসে দুই শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধামতো সময়ে ক্লাস নিতে পারবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
তবে আজ হাইকোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের প্রেক্ষিতে দুই শিফটে ক্লাস চালু থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ ও সমন্বয় করতে পারবে বলে জানানো হয়।
এ বিষয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে হাইকোর্টে করা এক রিটের প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আদেশ দেয় হাইকোর্ট। পরে সেই আদেশের প্রেক্ষিতে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মঙ্গলবার আগের স্থগিত আদেশ বাতিল করে নতুন আদেশ দেয়। নতুন আদেশে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আগের সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
মঙ্গলবারের শুনানির পরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে।
তাদের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।
আদেশের কপি দেখুন :
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।