দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না–এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয়গুলো বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল সোমবার স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এ বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এরপরই ফয়সালা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ থাকার বিষয়টি।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ রোজা পর্যন্ত প্রাথমিক এবং ১৫ রোজা পর্যন্ত মাধ্যমিক স্কুল খোলা থাকার কথা। কিন্তু রোববার হাইকোর্ট রমজানে স্কুল খোলা রাখার দুই প্রজ্ঞাপন স্থগিত করে। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বাড়ে জটিলতা।
গতকাল সোমবার শুনানি শেষে চেম্বার জজ ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত না করে মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে আপিল বিভাগ পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে–তা নিয়ে সিদ্ধান্তহীনতায় অনেক প্রতিষ্ঠান।
এমন প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি, তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি। এজন্য আমরা কোনো মন্তব্য করবো না।’
শিক্ষামন্ত্রী ‘সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা নির্বাহী এখতিয়ার। কয়দিন ছুটি থাকবে বা থাকবে না, এটা বিশেষায়িত বিষয়। এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়।’
তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। এটা আমরা সর্বোচ্চ আদালতে আগামীকাল উপস্থাপন করবো।
ব্যারিস্টার নওফেল আরো বলেন, আমাদের অবস্থান হচ্ছে, সংবিধান অনুসারে ছুটির এখতিয়ার নির্বাহী বিভাগের। সাধারণ ছুটি যেটা সেটা নির্বাহী এখতিয়ার, সরকারের। সে ক্ষেত্রে আদালতের কিছু সীমাবদ্ধতা আছে, আইনী এখতিয়ার চর্চার ক্ষেত্রে। আপিলের শুনানির পর যেটা হয় সরকার সেটাই বাস্তবায়ন করবে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।