বিশিষ্ট ফটো সাংবাদিক এ বি এম রফিকুর রহমান ও এ কে এম মহসিনকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পোট্রের্ট নিউজ২৪ডটকম-এর উদ্যোগে তাদের আজীবন সম্মাননা দেয়া হয়। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবে সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, আমাদের পাবর্ত্য শান্তি চুক্তি সম্পাদনে জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। আজ পাহাড়ে স্থীতিশীলতা ও শান্তিতে তাদের অক্লান্ত প্ররিশ্রমটি আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।
সাংবাদিক এ বি এম রফিকুর রহমান বলেন, ১৯৭২ খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে বতর্মান বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্ম হয় এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে ভারতে প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি দল অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ, পোর্ট্রেট নিউজ২৪-এর আবাসিক সম্পাদক বুলবুল আহমেদ, ফরিদ আহমেদ, সুপ্রিয় চাকমা, নির্বাহী সম্পাদক মিথুন দত্ত,পরিচালক পিযুষ তালুকদার, বৈশাখী টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিলসহ অনেকে।