দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এ ছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে চেয়ারম্যানের সভাপতিত্বে এবং প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজমের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সচিব মো. হুমায়ূন কবীর।
সভাপতি চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তার বক্তব্যে ইতিহাসের ক্যানভাসে বঙ্গবন্ধুর ভাষণকে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মতো একটি মহান অর্জন হিসেবে আখ্যায়িত করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বাঙালির অফুরন্ত প্রেরণার উৎস’ হিসেবে উল্লেখ করে বলেন পৃথিবী যতোদিন থাকবে ততোদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।
পরে বাদ আসর শিক্ষা বোর্ড মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বোর্ড মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো. রহমতুল্লাহ।