দৈনিক শিক্ষাডটকম, ফরিদপুর : ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মুজমদারের ম্যুরাল স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।
এ দাবি জানিয়ে তারা কলেজ অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার কাছে স্মারকলিপি দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সাবেক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে কলেজের শহর ক্যাম্পাসের মূল ভবন এলাকায় দৃশ্যমান স্থানে অম্বিকাচরণ মজুমদারের একটি ম্যুরাল নির্মাণের দাবি জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিভিল সোসাইটি ফোরাম, ফরিদপুরের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, রাজনৈতিক নেতা রফিকুজ্জামান লায়েক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মানিক কুমার মজুমদার, চাঁদের হাট ফরিদপুরের সভাপতি শাহাদাত হোসেন তিতু, সংস্কৃতিকর্মী আনন্দ কুমার সাহা, দেবাশীষ সরকার, শিক্ষক আনোয়ার হোসেন, তানিয়া আক্তার, ঝুমুর সাহাসহ সাংবাদিক, সংস্কৃতি কর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ অসীম কুমার সাহা কলেজ প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদারের ম্যুরাল স্থাপনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
খ্যাতিমান রাজনীতিক, আইনজীবী ও সমাজসেবক অম্বিকাচরণ মজুমদার ১৮৫১ খ্রিষ্টাব্দে মাদারীপুর জেলার রাজৈর থানার সেনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৮ খ্রিষ্টাব্দে রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন। ওই বছর ১ জুলাই রাজেন্দ্র কলেজের উদ্বোধন করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঐ কলেজের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। অম্বিকাচরণ মজুমদার একটানা ২০ বছর ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এ দীর্ঘ সময়ে তিনি ফরিদপুরের অনেক উন্নয়ন করেন। তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ১৯২২ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর তিনি মারা যান।