দৈনিকশিক্ষাডটকম, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে উচ্চশব্দে বক্সে গান বাজানো এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছ। এতে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার স্বাভাবিক পরিবেশ বিনষ্ঠ হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিনিয়ত উচ্চশব্দে বক্সে গান বাজানো হয়। বিভিন্ন সংগঠন এই কাজগুলো করে যাচ্ছে। এতে আমাদের পড়ালেখায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট এর প্রতিকার চাই আমরা।
জানা যায়, বিভিন্ন বিভাগ, সামাজিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করে থাকে। এতে উচ্চশব্দে বক্সে দীর্ঘ সময় ধরে গান বাজানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শেওে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী শামীম আহসান বলেন, অনেকের সেমিস্টার ফাইনাল, মিডটার্ম সহ বিভিন্ন পরীক্ষা ভাইভা থাকলেও বক্সে গান বাজানো হয়। এতে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নামাজের সময়েও গান বাজনা চলে।’
এ বিষয়ে প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘রাত ১০টার পর গান বাজনা বন্ধ করতে শীঘ্রই আমরা নোটিশ দিয়ে সকল বিভাগকে অবহিত করবো।’