অচল ক্যাম্পাস সচল, অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশের আয়োজন করেন তারা। এসময় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইব্রাহিম বলেন, আমাদের ক্লাস শুরু না হওয়ার পিছনে মূল কারণ শিক্ষকরা দায় নিতে চাচ্ছেন না। এদিকে ঈদুল আজহার পর থেকে প্রায় তিন মাস আমাদের কোনো ক্লাস হচ্ছে না। যার ফলে আমাদের সেশনজট তীব্র আকার ধারণ করছে। শিক্ষকদের কাছে আমরা বলবো আপনা নিজ জায়গা থেকে আমাদের পাশে দাঁড়ান এবং নিজ জায়গা থেকে ক্লাস শুরু করেন।
সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাদ বলেন, শিক্ষকরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা চালু করছেন না। আমরা তাদেরকে বলতে চাই শিক্ষার্থীদের কথা আপনাদের চিন্তা করতে হবে না। এই সপ্তাহের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের পুরোদমে ক্লাস-পরীক্ষা চালু করেন। করোনা মহামারির কারণে আমরা এমনিতেই দেড় বছর পিছিয়ে আছি। আমরা আর সেশনজটে পড়ে থাকতে চাইনা। অতিদ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান এ শিক্ষার্থী। এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।