বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনিত সব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৬ অক্টোবর) রাবির শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ২০০৭ খ্রিষ্টাব্দে ১/১১ এর জরুরি সরকারের সময় কাল্পনিক অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দেয়া হয়েছিলো। যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ তথাকথিত জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারেরই আন্দোলনের ফসল। একটা অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাগুলো করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা ১৭ বছর গণতন্ত্রের জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীন নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা রাজনৈতিক এবং তার বিরুদ্ধে বিগত সরকারের শাসনামলে পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করা হয়েছে। কিন্তু অতিসম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর লক্ষ করা যাচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব রাজনৈতিক মামলার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এটা খুবই দুঃখজনক।
ফোরামের এই দুই নেতা বলেন, এক-এগারোর সময়ে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। মূলত বিএনপি তথা জিয়া পরিবারকে দমনের লক্ষেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানের বিরুদ্ধে দুদক এই মামলাটি করেছিলো। ২০০৭ খ্রিষ্টাব্দে জরুরি সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধেও কয়েকটি মামলা হয়েছিলো। কিন্তু ক্ষমতায় (হাসিনা) আসার পরই সেই মামলাগুলো উধাও হয়ে যায়। সেসময় আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া সব মামলা যদি উঠে যেতে পারে, তাহলে তারেক রহমান, বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলো কেনো উঠছে না?