দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী: ১৪৩১ বঙ্গাব্দ বরণ করতে প্রস্তুত রাজশাহীবাসী। এর আগে গত চার বছর করোনাভাইরাস ও রোজার কারণে এভাবে নববর্ষ উদযাপিত হয়নি। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে করা হবে মঙ্গল শোভাযাত্রা। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোনো আয়োজন থাকছে না। রাবির চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে এবার কোনো অনুষ্ঠান হচ্ছে না। বৈশাখের শেষ দিন অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার নাম দেওয়া হবে “কালবৈশাখী”।
এ দিন সকাল ৯টায় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে। এছাড়াও এ দিন বিকেলে বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে নাটক মঞ্চায়িত হবে।
প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী। সংগঠনটির রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ বলেন, “প্রতি বছরের মতো এবারও আমাদের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৮টায় নগরীর আলুপট্টি থেকে শোভাযাত্রা শুরু হবে। এরপর মুক্তিযোদ্ধা পাঠাগারে ইলিশ পান্তা ভোজের আয়োজন করা হয়েছে। বিকেলে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “এ বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে বসেছিলাম। এখন ক্যাম্পাস ছুটি থাকায় শিক্ষার্থীরা সবাই প্রায় বাড়িতে রয়েছে। আর শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না। তাই, সবাই মিলে আলোচনা করে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানটা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, শিক্ষার্থীরা একটা প্রস্তাব দিয়েছে যে, পহেলা বৈশাখের অনুষ্ঠানটির পরিবর্তে ‘কালবৈশাখী’ নামে বৈশাখ মাসের শেষ দিন অথবা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, এরকম একটা সময়ে একটা অনুষ্ঠান আয়োজন করা যায়। আমরাও এটিই করার সিদ্ধান্ত নিয়েছি।”