রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাদক সেবনকালে ১২ প্যাকেট গাঁজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল টিম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটক চার শিক্ষার্থী হলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক, একই বিভাগের আরেক শিক্ষার্থী সোহান খান, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ, ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। জানা গেছে, তারা সবাই ছাত্রলীগের হল পোস্টে আছেন।
প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো প্রক্টরিয়াল টিম টহল পরিচালনা করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলের উত্তরপাশে কিছু শিক্ষার্থীকে গাঁজাসেবন করতে দেখেন তারা। এসময় তাদের কাছে গেলে একটি কলেজ ব্যাগে ১২ প্যাকেট গাঁজা ও অন্যান্য নেশাজাতীয়দ্রব্যসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম প্রতিদিনের মতো আজকেও পরিদর্শনে বের হয়। তখন পুরাতন শেখ রাসেল মাঠের উত্তর পাশ থেকে তাদের গাঁজাসহ আটক করে অফিসে নিয়ে আসে। তাদের কাছে ১২ প্যাকেট গাঁজা পাওয়া যায়।
তাদের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে সেই প্রশ্নে তিনি বলেন, পুলিশ রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।