৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লাইসার আহমেদ রুমন। শুক্রবার (৪ আগস্ট) সকালে রুমন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
লাইসার আহমেদ রুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। রুমন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
প্রথম স্থান অর্জনের বিষয়ে রোমান বলেন, অনেকদিন পর আবার প্রথম হওয়ার স্বাদ পেলাম! এটা আমার প্রথম কোনো সরকারি চাকরির পরীক্ষা ছিল। এটাই আমার কর্মজীবনের প্রথম সরকারি চাকরি হবে। সামগ্রিকভাবে বিষয়গুলো খুবই রোমাঞ্চকর লাগছে নিজের কাছে। ক্যাম্পাসের জন্য ইনশাআল্লাহ আরও কিছু করতে পারবো। ইচ্ছা ছিলো ক্যাম্পাসের শিক্ষক হওয়ার। আমার এই সফলতার পিছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপাতত যেই কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র ছিলাম, ইচ্ছে আছে সেই কলেজের শিক্ষক হওয়ার।
প্রসঙ্গত, রুমন স্নাতকের ফলাফলে প্রথম শ্রেণীতে প্রথম এবং স্নাতকোত্তরের ফলাফলে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তার সিজিপিএ ৩.৭৫ ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৯৫ পেয়েছিলেন তিনি। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দুইবার ডীনস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।