উপাচার্যের আশ্বাসে ১১ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।
সোমবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের অনশন ভাঙেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
জানা যায়, সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনশনরত পাঁচ শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন। রাত সাড়ে ৮টার দিকে আলোচনা শেষে উপাচার্য বেরিয়ে আসেন। পরে তিনি বাইরে এসে সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হবে আগামীকাল। আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে। প্রতিবেদনে শিক্ষার্থীদের প্রতি অন্যায় কিছু হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তার আশ্বাসে ফিরে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের ওপর আস্থা রেখেই অনশন প্রত্যাহার করলাম। আশা করছি, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমাদের ফল পুনর্মূল্যায়ন করবেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-'২০ সেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে সকাল ১০টা থেকে আমরণ অনশনে বসেছিলেন অত্র বিভাগের শিক্ষার্থীরা।