রাশিয়ার নতুন ইতিহাস বইয়ে ইউক্রেন যুদ্ধ জয়ের ভবিষ্যৎবাণী

দৈনিকশিক্ষা ডেস্ক |

রাশিয়ায় হাইস্কুল পর্যায়ে ইতিহাসের একটি নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে প্রথমবারের মতো ইউক্রেনের বিরুদ্ধে দেশটির যুদ্ধের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। 

ইউক্রেনে রুশ সামরিক বাহিনী পাঠানোর পর থেকে যা যা ঘটেছে তা প্রতিফলিত করার জন্য পাঠ্যক্রমটি আপডেট করা হয়েছে। ‘একতাবদ্ধ পশ্চিমে’র বিরুদ্ধে রাশিয়ার এ যুদ্ধ ন্যায়সঙ্গত এবং এতে রাশিয়া জয়ী হবে বলেও সেখানে বলা হয়েছে। 

নতুন এ বইতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের সাথেও তুলনা করা হয়েছে। কোনো রেফারেন্স না থাকলেও, এই বিরোধ কীভাবে শেষ হবে সে সম্পর্কে এ বইতে অনেকগুলো উপসংহার রয়েছে। 

 

তবে এই বইয়ের মাধ্যমে রুশ তরুণ প্রজন্মের কাছে শিক্ষার পরিবর্তে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে, বিশেষ করে গত বছর পাঠ্যসূচিতে সামরিক থিম যুক্ত করার পরে।

কিছু পাঠে সশস্ত্র বাহিনীর গৌরবের ওপর বেশি মনোযোগ দেয়া ও সেইসাথে শুধুমাত্র রাষ্ট্রের ইতিহাসের সংস্করণ উপস্থাপন করা নিয়ে কিছু অভিভাবক এবং শিক্ষক অস্বস্তি বোধ করছেন।

উদাহরণস্বরূপ, শিক্ষক তাতিয়ানা চেরভেনকো তার ক্লাসে দেশপ্রেম থেকে সামরিকবাদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, প্রকৃত দেশপ্রেম হল নিজের দেশের সবকিছুকে আরও ভাল করার ইচ্ছা। কেউ (আমাদের) চারপাশের বিশ্বকে উন্নত করার জন্য চমৎকার প্রকল্প তৈরি করতে পারে। এটা হবে সত্যিকারের দেশপ্রেমের একটি মহান প্রয়োগ এবং অভিজ্ঞতা।

চেরভেনকো আশা করেছিলেন যে, সামরিক পরিষেবার প্রয়োজনীয়তা বোঝানো ছাড়াই শিশুদের মহান কাজ করার বিষয়ে শিক্ষা দেবেন। 

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাশিয়ানদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে।

রাশিয়ান ইতিহাসবিদ ইভান কুরিলা বলেছেন, রাশিয়ান সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত, সমাজের সংস্কার ও উন্নতির প্রধান উত্স হিসাবে রাষ্ট্রের ভূমিকার উপর জোর দেয়া ইতিহাসের পাঠ্যপুস্তকের ঐতিহ্য।

তিনি বিশ্বাস করেন, শিশুরা আরও ভারসাম্যপূর্ণ উপায়ে ইতিহাস শিখতে পারে।

সেন্ট পিটার্সবার্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. কুরিলা বলেন, রাষ্ট্র ইতিহাসের কেবলমাত্র একটি সংস্করণই দেখাতে চায়। 

তারা ছাত্রদের বোঝাতে চায় যে এখন যা ঘটছে তা অনিবার্য ছিল, এটি ইতিহাসের একমাত্র সম্ভাব্য ফলাফল। কিন্তু ইতিহাসবিদরা জানেন যে অতীত দেখার একাধিক উপায় রয়েছে।

পর্যবেক্ষকরা বলেছেন, রাশিয়ার ইতিহাস বিতর্কিত, বিভাজনকারী এবং বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0031559467315674