দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: আন্তর্জাতিক স্তরে শিক্ষা এবং একটি ডিগ্রি পালটে দিতে পারে ছাত্র ছাত্রীদের জীবন, গড়ে দেয় সুন্দর একটি ভবিষ্যৎ৷
রাশিয়ায় গিয়ে ডাক্তারি পড়াশোনা করা এবং সেখানের নানাবিধ সুযোগ-সুবিধা কীভাবে পাওয়া যেতে পারে সেই নিয়ে কলকাতার রাশিয়া হাউজে হয়ে গেলো সম্প্রতি একটি শিক্ষামূলক সেমিনার৷ রাশিয়ার মেডিক্যালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরা ভর্তি হবে এবং কীভাবে স্কলারশিপ পেতে পারেন, কোথায় যোগাযোগ করতে পারেন সেই নিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্লের উত্তরও দিয়েছেন রাশিয়া এডুকেশনের পক্ষ থেকে হাজির হওয়া শিক্ষাবিদসহ অধ্যাপকরা৷
সেমিনারে আরো ছিলেন ভারতীয় শাখার প্রধান ডা. দিনেশ সিং, রাশিয়া থেকে পোপোভা লারিশে এবং জাবুর দেয়েভা৷
কলকাতায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয় উত্তর দিয়েছেন রেশমা আলিসহ ফিরোজ মন্ডল৷ বর্তমান বিশ্বে রাশিয়া উচ্চশিক্ষার জন্য অসংখ্য ছাত্র-ছাত্রী আবেদন করে থাকেন৷ সঠিকভাবে যাতে ছাত্র-ছাত্রীরা নিজেদের পাঠক্রম শেষ করতে পারেন সেই বিষয় সুষ্ঠুভাবে পথ দেখানোর কাজ করে চলেছে রুশ এডুকেশন৷ সারা বছরই ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রশ্ন পাঠাতে পারেন রাশিয়া ইউস কলকাতার দপ্তরে৷
বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা রাশিয়ায় উচ্চশিক্ষা লাভের জন্য যোগাযোগের জন্য ই-মেইল [email protected] করতে পারেন। এ ছাড়া ভারতের নতুন দিল্লির রাশিয়ান এডুকেশন বিভাগে ফোন, 011-233-70098, 1800-833-3338, করতে পারেন৷