রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন (২০২২ খ্রিষ্টাব্দ) পেশ করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, আইন ও বিচার বিভাগে সচিব মো. গোলাম সারওয়ার, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া (জিন্না), হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব।