রিফাত হত্যা : হাজতে তোলা পাঁচ আসামির গ্রুপ সেলফি ভাইরাল

বরগুনা প্রতিনিধি |

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের হাজতে তোলা রিফাত শরীফ হত্যা মামলায় পাঁচ আসামির একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, কাঠগড়ায় তোলার আগে আদালত হাজতে অবস্থানকালে ছবিটি তোলেন আসামিরা।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের হাজতে তোলা রিফাত শরীফ হত্যা মামলায় পাঁচ আসামির সেলফি

এ বিষয়ে আসামিদের পরিবারের একটি সূত্র জানায়, ছবিটি সম্প্রতি তোলা। তবে নির্দিষ্ট তারিখের কথা জানাতে পারেননি তিনি। এদিকে আদালতের দায়িত্বরত কোর্ট পুলিশ এই ছবিটির বিষয়টি অস্বীকার করেছেন।

মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আসামিদের আদালতে হাজিরার আগে আদালতের হাজতে অপেক্ষমাণ রাখা হয়। ছবিতে দেখা যাচ্ছে আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত বাম হাতে সেলফি নিচ্ছেন; এরপর রাফিউল ইসলাম রাব্বি, মাঝখানে প্রধান আসামি রিফাত ফরাজী এবং তার ডানে হাসান ও টিকটক হৃদয়। ছবিতে লোহার শিকের দরজার সঙ্গে লাগোয়া এক ব্যক্তি বাইরে অপরজনের সঙ্গে কথা বলছেন।

বরগুনা জেল সুপার আনোয়ার হোসেনকে ছবিটি দেখানোর পর তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, এটি বরগুনা কারাগারে তোলা নয়; আদালতের হাজতে অবস্থানকালে তোলা হতে পারে।

তিনি জানান, কারাগারে ঢোকানোর সময় এবং বাইরে বের করার সময় প্রত্যেক আসামিকে একাধিকবার তল্লাশি করা হয়। কারাগারের বিধি লঙ্ঘন করবে এমন কার্যকলাপের সুযোগ আসামিদের নেই।

বরগুনা আদালত পুলিশের পরিদর্শক মো. বাবুল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আদালতের হাজতে এ রকম সুযোগ নেই। তবে খোঁজ নিয়ে দেখবেন, ছবিটি কখন, কীভাবে আসামিরা তুলেছেন; নাকি বাইরের কেউ গোপনে তুলেছেন বলে জানান তিনি।

এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জশিট দেয়া হয়।

ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা সকলে প্রাপ্তবয়স্ক আসামি। প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে শুধু আয়শা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0023250579833984