রোহিঙ্গা নীতি নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংলাপ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এর আয়োজনে ‘বাংলাদেশের রোহিঙ্গা নীতি নিয়ে জাতীয় ঐকমত্যের দিকে অগ্রসর হওয়া’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত হয় এবং এতে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী, এনজিও, গণমাধ্যম এবং রোহিঙ্গা নেতৃবৃন্দসহ বিভিন্ন পক্ষ অংশগ্রহণ করেন।

এই সংলাপের মূল লক্ষ্য ছিলো বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় একটি সমন্বিত এবং ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশ এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে।

সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন টেকসই প্রত্যাবাসনের পূর্বশর্ত হিসেবে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত ও রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রোহিঙ্গাদের ন্যায্য দাবিগুলো স্পষ্ট করার জন্য শক্তিশালী রোহিঙ্গা কণ্ঠের প্রয়োজনীয়তা অনুভব করে সংকটজনিত ক্লান্তির কথা উল্লেখ করে তিনি সৃজনশীল সমাধান খুঁজে বের করার জন্য প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের নতুন করে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলোর এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের মতামত ও মতামতের জন্য সর্বদা উন্মুক্ত থাকার চেষ্টা করা উচিত। তিনি রোহিঙ্গা শিশুদের ফিরে যাওয়ার পর পুনরেকত্রীকরণের জন্য প্রস্তুত করতে মিয়ানমারের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা প্রদানকে সমর্থন করেন। উপরন্তু, তিনি জাতীয় স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম স্তরের প্রতিরোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ সংলাপের দ্বিতীয় রাউন্ডটেবিল অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নেন। প্রধান আলোচকদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এছাড়া, আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ এবং গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এসআইপিজি আয়োজিত জাতীয় সংলাপে চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সংলাপ অন্তর্বর্তীকালীন শাসনের জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা দেবে এবং একটি দূরদর্শী, টেকসই সমাধানে অবদান রাখবে। সংকট নিরসনে কাজ করার সময় তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে সরকারের অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করেন।


পাঠকের মন্তব্য দেখুন
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0031840801239014