বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
আব্দুর রাজ্জাক বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির জন্য বিএনপি অস্থির হয়ে উঠেছে। তারেক রহমান লন্ডনে বসে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে নিজে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মীদের ও এ দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের হাতে-পায়ে ধরছে। তারা মনে করে আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটি তারা পারবে না। কারণ, আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।
মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনে জনগণ নেই। কাজেই বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করা সম্ভব নয়।
অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামানসহ অনকেই উপস্থিত ছিলেন।