ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লোহার সেতু ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নিচে পড়ে যায়।
বুধবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ২৪ চাকার লড়ি উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে একটি প্রাইভেটকার ছিল সেটিও নিচে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নুরে আলম আরো জানান, ময়মনসিংহগামী লেনে চলা ৮ চাকার একটি লরি ওঠায় সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুর উপর একটি প্রাইভেটকারও ছিলো।
এ ঘটনায় তিন-চারজন আহত হয়ে থাকতে পারেন জানিয়ে এসআই বলেন, উদ্ধার কাজ চলছে। এক পাশ দিয়ে গাড়ি চলাচল করায় মহাসড়কে কিছুটা যানজট হচ্ছে।