লাঠিপে*টায় সমাধানের সুযোগ নেই: আমীর খসরু

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের পিটুনির নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুলাই) বিকালে যুগপৎ আন্দোলনে শরিক গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সকলে কিন্তু আজকে একটা ন্যায়সঙ্গত সমাধান খোঁজার অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি ‘মিথ্যা মামলা’ দেন তাহলে তো সেটা সেটার সমাধান পাওয়ার সুযোগ নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোটা আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগের যে হামলা, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি।

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সরাসরি কিছু না বলে তিনি বলেন, দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদ তো গোষ্ঠীর বিরুদ্ধে...দেশ তো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য।

‘রাজাকার রাজাকার’ শ্লোগানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ওরা (আন্দোলনকারীরা) বলছে, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’। আপনি যখন অধিকার চাইবেন …. কেউ কেউ বলে ষড়যন্ত্র করছে, কেউ কেউ বলে বিএনপি উসকানি দিচ্ছে, কেউ কেউ বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, কেউ কেউ বলে রাজাকার।

এ সমস্ত কথা বলে, এগুলোকে ‘মূলধন করে’ অনেকদিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর ‘মূলধন’ করার সুযোগ নাই। নতুন প্রজন্মের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা কিছু নাই। এসবকে মূলধন করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কারো নেই। নতুন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে, সেজন্য তারা আন্দোলন করছে।

‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ এই স্লোগান শিক্ষার্থীরা দেয়নি দাবি করে আমীর খসরু দাবি করেন, এই স্লোগানের শেষে তারা বলেছে, `কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার।'

`রাজাকার রাজাকার পর্যন্ত বলে অর্ধেক স্লোগান দিলে হবে না, শ্লোগানটা পুরোটা বলতে হবে। পুরো স্লোগানটা যদি মাথায় রেখে আমার মনে হয় কেউ কোনো সমস্যা দেখতে পারছে না। আরো স্লোগান আছে আমি সেটা এখানে বলতে চাচ্ছি না।

কেনো হচ্ছে এরকম প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, কোটা আন্দোলনকারীদের নিজস্ব দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে। এটা বাংলাদেশের মুক্তির আন্দোলন নয়।

কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে, অবৈধ দখলদার একটা ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ না, তারা জনগণের কাছে জবাবদিহিতা করে না…. এটাই মূল সমস্যা। যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকত, এটার যৌক্তিক সমাধান খুবই সহজ।

মেধাভিত্তিক নাকি মেধাহীন দেশ গড়তে চান- এই প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, আপনি কি দলীয় লোকদের নিয়ে দেশ গড়তে চান না কি সকলকে নিয়ে দেশ গড়তে চান? আপনি কি একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান, নাকি জাতীয় ঐকমত্যে দেশটা গড়তে চান?… এটা আপনাকে ঠিক করতে হবে।

দুই বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও ছিলেন।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ফারুক হাসানের নেতৃত্বে বৈঠকে যুগ্ম আহ্বায়ক এস ফাহিম, তারেক রহমান, আব্দুল্লাহ, ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।

এরপর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক হয়।

এই বৈঠকে ছিলেন, সাজ্জাদুর রহমান রাফি, রিমন হোসেন, হামিদ ফিথু, তাওহীদুর ইসলাম, রাসেল হোসেন, মুহাম্মদ ইসহাক হাবিব ও হাসিবুর রহমান রাকিব।

গত চার দিনে যুগপৎ আন্দোলনের শরিক বাম গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়বাদী সমমনা জোট, ১২ দলীয় জোট এনডিএ, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এলডিপি, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপির নেতারা।


পাঠকের মন্তব্য দেখুন
মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026450157165527