আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক ফকির লালন শাহের নামে এবার বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। কুষ্টিয়ায় লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামের এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার বিশ্ববিদ্যালয় সাময়িক স্থাপনের অনুমতি দেয়ার বিষয়টি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠিটি প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৬ অনুযায়ী প্রস্তাবিত লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য একই আইনের ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি দেয়া হলো।
মন্ত্রণালয় জানিয়েছে, এ অনুমতির মেয়াদ সাত বছর হবে। বিশ্ববিদ্যালয়টিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সব বিধান ও শর্ত মানতে হবে। বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাব, সেমিনার কক্ষ, অফিস, কমনরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকতে হবে। ২৫ হাজার বর্গফুটের নিজস্ব বা ভাড়া করা অবকাঠামো থাকতে হবে। এতে তিন অনুষদ ও ছয়টি বিভাগ থাকতে হবে। শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করবে, যা ইউজিসি অনুমোদিত হতে হবে।
ওই চিঠিতে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফৌজিয়া আলমকে আরো কিছু শর্ত জানিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা সরকার বরাবর দাখিল করতে ও শর্তগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সব অভিভাবক ও শিক্ষার্থীদের জানাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।