দৈনিক শিক্ষাডটকম, খুবি : লিটারারি এনসাইক্লোপিডিয়া বুক অ্যাওয়ার্ড-২০২৩ এ ভূষিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সাবিহা হক। নিজস্ব ওয়েবসাইট এ প্রকাশ করেছে সংস্থাটি। ড. সাবিহা হক তার বই ‘দ্য মুঘল অ্যাভিয়ারি: উইমেন’স রাইটিংস ইন প্রি-মডার্ণ ইন্ডিয়া’ বইয়ের জন্য এ অ্যাওয়ার্ড পেয়েছেন। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ ও প্রখ্যাত লেখক ড. সোনিয়া নিশাত আমিন।
ওয়েবসাইট থেকে জানা গেছে, মোট দুইটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথমটি সরাসরি ইংরেজি ভাষায় লিখিত সাহিত্যের জন্য। আর দ্বিতীয়টি ইংরেজি ছাড়া অন্যান্য সকল ভাষায় লিখিত সাহিত্যের উপর। এই দুই ক্যাটাগরিতেই এ বছর যৌথভাবে ২ জন করে মোট ৪ জন এ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
২য় ক্যাটাগরিতে ড. সাবিহা হকের সঙ্গে যৌথভাবে পুরষ্কার পেয়েছেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অরিজোনা এর প্রফেসর (জার্মান ভাষা) আলব্রেক্ট ক্লাশেন (Albrecht Classen)। ড. সাবিহা এই বইটি ২০২২ সালে দ্য ইউভার্সিটি প্রেস লি. থেকে প্রকাশিত হয়।
অ্যাওয়ার্ড পেয়ে ড. সাবিহা হক বলেন, আলহামদুলিল্লাহ! স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। পুরস্কার ভালো কাজের অনুপ্রেরণা ছাড়া আর কিছুই না। যারা কাজ করেন তারা পুরস্কারের আশায় করেন না। তবে কাজের স্বীকৃতি পেলে সবসময়ই ভালো লাগে।
প্রসঙ্গত, ড. সাবিহা খুলনা বিশ্ববিদ্যায়লের ইংরেজি ডিসিপ্লিনে অধ্যাপক হিসেবে কর্মরত আছনে। এর আগে তিনি একই ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আধুনিক নাটক’ এবং ‘হেনরিক ইবসেন’ কে তার কাজের বিশেষ ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি ‘সাহিত্যে নারীদের অবস্থান’ নিয়ে কাজ করতেও পছন্দ করেন তিনি।