শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত Masters in Information Technology (MIT) তে সন্ধ্যাকালীন সপ্তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। MIT প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর।
আবেদনকারীর যোগ্যতা
১. স্নাতক ও প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ে নিচের বিষয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা সনাতন পদ্ধতিতে পাস করা শিক্ষার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
২. ৪ বছরের বিএসসি ডিগ্রি বা (৩ বছরের বিএসসি ডিগ্রি + ১ বছরের মাস্টার্স) বিজ্ঞান/প্রকৌশলে।
৩. ৪ বছরের স্নাতক (ডিগ্রি) (বা ৩ বছরের অনার্স/পাস + ১ বছরের মাস্টার্স) আইটি বা সমমানের ১ বছরের পিজিডি থাকা অন্যান্য বিষয়ে।
কোর্স/সেমিস্টার ফি ২০,০০০ টাকা।
কোর্সের মেয়াদ: ১৮ মাস (৩ সেমিস্টার)।আসনসংখ্যা ৪০টি। ক্লাসের সময় বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, (ক্লাস-রোববার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে চার দিন)।
ভর্তি পরীক্ষার তারিখ ১৩ ডিসেম্বর ২০২৪, সময়: সকাল ১০টা।
বাছাই পরীক্ষার বিষয়- Mathematics, Computer Fundamentals, Programming. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ১৫ ডিসেম্বর ২০২৪; সকাল ১০টা। ভর্তির তারিখ ১ জানুয়ারি ২০২৫ থেকে ৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত (মেধাতালিকা থেকে)। ৮ জানুয়ারি ২০২৫ থেকে ৯ জানুয়ারি ২০২৫ (প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকে)
ক্লাস শুরুর তারিখ: ১২ জানুয়ারি ২০২৫।
আইআইসিটির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে আবেদনপত্রের সঙ্গে ছবি, সব পরীক্ষা পাসের মার্কশিট ও সনদ, দুটি সুপারিশপত্রসহ আবেদনপত্র আইআইসিটি অফিসে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট লিংক: www.iict. sust.edu