বন্যা ও অতিবৃষ্টির কথা বিবেচনা করে চলমান পরীক্ষাসমূহ পিছানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, সিলেটের বন্যা ও অতিবৃষ্টির কথা বিবেচনা করে চলমান পরীক্ষাসমূহ পেছানো এবং অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমতাবস্থায় পরীক্ষাসমূহের ব্যাপারে বিভাগসমূহ তাদের ক্লাস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ সাপেক্ষে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। যেসব বিভাগের ক্লাস রয়েছে সেসব বিভাগসমূহ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। এছাড়া আগামী রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদের পরে যেসব বিভাগে পরীক্ষা ছিলো তারা পরীক্ষা পিছিয়ে পুনরায় তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেবে। বন্যা ও অতিবৃষ্টি পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী যেনো সমস্যায় না পড়ে, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর রয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফায় বন্যা প্লাবিত হয়েছে সিলেট। ৬ টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। এদিকে আগামী কয়েক দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।