প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবির আন্দোলনে রাজধানীর শাহবাগে সরব ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। এদিকে, পুলিশকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
শনিবার (১০ জুন) পূর্ব ঘোষিত কর্মসূচি শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে। কয়েক দফায় পুলিশ অবরোধ তুলে নিতে বললেও, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করবেন না তারা।
এদিকে রাতে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝে দুই ৩৫ প্রত্যাশী আন্দোলনকারী কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে আছেন। অন্যদিকে, বাকি আন্দোলনকারীরা পুরো শাহবাগ মোড় গোল করে ঘিরে রেখেছেন। এদিকে পুলিশকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এ অবরোধ শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় হওয়া পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান করবেন।
এর আগে বেলা ১১টায় শাহাবাগের প্রজন্ম চত্বরে ৩৫ প্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। ঘণ্টাব্যাপী ওই শিক্ষার্থী সমাবেশ শেষে প্রতীকী ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছিঁড়ে আকাশের দিকে ছুঁড়ে ফেলে দেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছে।
তাদের দাবিগুলো হলো-চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।