শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন স্থগিত

চাঁদপুর প্রতিনিধি |

কচুয়ায় শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দোহাই দিয়ে স্থগিত করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। 

শনিবার বিকেল ৩টায় ওই স্কুলের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯ জন ভোটারের মধ্যে ৭ জন ভোটারের উপস্থিতি থাকলেও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা কো-অর্ডিনেটর অফিসার আহসানুল হক শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করে চলে আসেন।

এ ব্যাপারে তিনি জানান, তফসিল ঘোষণার পর বিকেল ৩টায় আমি নির্বাচন সম্পাদনে স্কুলে উপস্থিত হই। সেখানে যখনই নির্বাচন প্রক্রিয়া শুরু করব তখন ৭ জন ভোটারই উপস্থিত ছিলেন। এ পর্যায়ে বর্তমান সভাপতি যিনি এবারের নির্বাচনেও সভাপতি প্রার্থী তিনি বলেন, দুই জন ভোটার আসেননি এবং বাইরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।

এ অবস্থায় আজ নির্বাচন করা উচিত নয়। এ সময় অন্যরা এত জোরালো প্রতিবাদও করেননি। অথচ নিয়ম অনুযায়ী দুই-তৃতীয়াংশ ভোটারের উপস্থিতি থাকলেই নির্বাচন করা সম্ভব- এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, তা ঠিক আছে। তবে আমি এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রোমেন দে'কে জানালে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে নির্বাচন স্থগিত রাখেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন দে বলেন, পরিস্থিতি অনুকূলে ছিল না তাই নির্বাচন করা যায়নি বলে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন। 

এদিকে সভাপতি পদে প্রার্থী মাহবুব আলম বলেন, আমি জয়ী হয়ে যাচ্ছি- এমনটি টের পেয়েই একটি পক্ষের ইন্ধনে নির্বাচনটি বানচাল করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কাই ছিল না। 

এদিকে বর্তমান সভাপতি নাজমুল আলম স্বপনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0024800300598145