শিক্ষককের রগ কেটে দেয়ার প্রতিবাদ প্রতিষ্ঠান প্রধান পরিষদের

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষক মো. নূরুল ইসলামের হাত-পায়ের রগ কেটে পুকুরে ফেলে দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ। গত রোববার রাতের এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মানববন্ধন করেছেন সংগঠনটির গাজীপুর জেলা শাখার নেতারা। এদিন বিকেলে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আ হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলামের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান ও দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান। 

মানববন্ধনে শিক্ষককের রগ কেটে দেয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান পরিষদের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লোকমান হেকিম, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইন উদ্দিন, প্রতিষ্ঠান প্রধান পরিষদের কাপাসিয়া উপজেলা শাখার সদস্য মো. শহিদুল্লাহ আজাদসহ অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি জমা দেন।

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারিষাব-আমরাইদ সড়কের নূরার ব্রিজ এলাকায় শিক্ষক মো. নূরুল ইসলামের (৫০) ওপর হামলা হয়। সোমবার বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে নূরুল ইসলামের অস্ত্রোপচার হয়েছে। তবে পারিবারিক সূত্র জানায়, তিনি এখনও আশঙ্কামুক্ত নন। 

স্থানীয়রা বলছেন, শিক্ষক নূরুর ইসলাম বারিষাব লালে সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। ওই মসজিদের রাস্তা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। আবার চরদুর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গেও নূরুল ইসলামের বিরোধ রয়েছে। দুটি দ্বন্দ্বের জের ধরে তার ওপর হামলা হতে পারে।


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ - dainik shiksha জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর - dainik shiksha বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা - dainik shiksha হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল - dainik shiksha পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031838417053223