শিক্ষককে বেঁধে নির্যাতনের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি |

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম মল্লিক খোকন ওরফে খোকন মল্লিকের বিরুদ্ধে এক শিক্ষককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে চিকিৎসা নিতে গেলে প্রভাব খাটিয়ে হাসপাতাল থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে মামলা না করতেও তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিক্ষকের নাম সাইদুল খন্দকার। তিনি উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা এবং উত্তর কালনা আলহেরা নূরানি-হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

হাফেজ সাইদুল জানান, ১৮ নভেম্বর সকাল ৮টার দিকে মেয়েকে মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে খোকন মল্লিকের সঙ্গে তার দেখা হয়। এ সময় খোকন মল্লিক তার বাগান থেকে বাঁশ কাটার অপবাদে সাইদুলকে মারধর করেন। এর কিছু সময় পর ৭-৮ জন সহযোগী নিয়ে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন। সাইদুল বলেন, উনার গ্রাম কালনা। ওই গ্রামে গিয়ে আমি কিভাবে বাঁশ কাটব। হয়তো অন্য কোনো কারণে ক্ষুব্ধ হয়ে তিনি আমার ওপর নির্যাতন চালিয়েছেন। 

কালনা গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে খোকন মল্লিক। সাইদুল জানান, পিঙ্গলাকাঠী গ্রামের এক নারীর বাসায় তার যাতায়াত ছিল। পথে প্রায়ই দেখা হতো সাইদুলের সঙ্গে। সাইদুলের কারণে নারীর বাসায় যাতায়াতের ঘটনা জানাজানি হয়েছে মনে করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন খোকন। এ কারণেই হয়তো তাকে মারধর করেছেন। ভুক্তভোগী সাইদুল আরও জানান, তাকে মারধরের পর তিনি যাতে হাসপাতালে যেতে না পারেন সেজন্য তাকে ওইদিন গভীর রাত পর্যন্ত বাড়িতে অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে পরদিন (১৯ নভেম্বর) সকালে গৌরনদী থানার এসআই আব্দুল হক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতাল ছাড়া করে। এরপর মামলা না করতে হুমকি-ধমকি দিলেও তা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সাইদুল।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম মল্লিক খোকন বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি করায় একটি মহল আমার সম্মানহানি ও ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.015932083129883