শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়, চাইলেন ভোট

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ক্লাসের কার্যক্রম বন্ধ করে ‘শিক্ষক সমাবেশ’ করেছে ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সমাবেশে তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের জন্য ভোট চেয়েছেন।

উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার বিকেলে সমাবেশটির আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এতে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় আড়াই হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের ভাই এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. রিয়াদ হাসান রিয়াজ উপস্থিত ছিলেন। এ ছাড়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি এবং উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরুল আমিন উপস্থিত ছিলেন। হাবিব হাসানকে প্রধান অতিথি করা হলেও তিনি অনুষ্ঠানে অংশ নেননি।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে কামারপাড়া স্কুলের প্রধান শিক্ষক খুরশিদ জাহান স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী আসনে নিজ নিজ অবস্থান থেকে আলহাজ মোহাম্মদ হাবিব হাসানকে জয়ী করার জন্য কাজ করব।’

উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি নুরুল আমিন বলেন, ‘আলহাজ মোহাম্মদ হাবিব হাসান আওয়ামী লীগ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন পেয়েছেন। তিনি করোনাকালে প্রায় দেড় বছর আমাদের পাশে ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে তিনি দ্রুত সমাধান করেছেন। তাই আমরা তাঁর জন্য দোয়া চাই।’

সভাপতির বক্তব্যে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহিনুর মিয়া বলেন, ‘এমপি হাবিব হাসান থাকার কথা থাকলেও উনি ওপরের বিশেষ মহলের কারণে আসতে পারেননি। সবাই এমপি হাবিব হাসানের জন্য দোয়া করবেন।’

শিক্ষকদের সমাবেশ থেকে সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘আইন তো সবার জন্য সমান। শিক্ষকেরা যা করেছেন, আসলে তা ঠিক হয়নি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তাঁরা তদন্ত করে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।


পাঠকের মন্তব্য দেখুন
সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস - dainik shiksha সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, সম্পাদকদের ড. ইউনূস এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড - dainik shiksha এইচএসসি ফল তৈরি: পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষকদের পদত্যাগে বাধ্য ও হেনস্তা নয়: শিক্ষা উপদেষ্টা স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন - dainik shiksha এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত - dainik shiksha ছাত্রী হয়রানির অভিযোগ, উত্তরা ইউনিভার্সিটি উত্তপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক - dainik shiksha ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাত ভাঙলেন বরখাস্ত প্রধান শিক্ষক সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব - dainik shiksha সাংবাদিক নিপীড়নের আইনগুলো এখনই বাদ দেয়ার প্রস্তাব মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান - dainik shiksha মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো - dainik shiksha শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0026159286499023