শিক্ষকের অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরের বিরামপুরে এক বিদ্যালয়ের শিক্ষকের অবহেলায় মো.আজিম মন্ডল (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিক্ষকদের ব্যবহৃত ৬টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। পরে বিরামপুর থানা পুলিশ ও হিলি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আব্দুল আজিম মন্ডল। সে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো.আসাদুল ইসলাম এর ছেলে। এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

শিক্ষার্থীদের দাবি, ‘ওই ছাত্রটি ক্লাসে অসুস্থ হলে শিক্ষকদের ব্যবহৃত মোটরসাইকেলে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য সহযোগিতা চাইলে কোনো শিক্ষকই সহযোগিতা করতে রাজি হননি।

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ওমর ফারুক, রায়হান কবিরসহ কয়েক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী মো.আজিম মন্ডল ক্লাস শুরুর দিকে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা কোনো ভূমিকা নেয়নি। স্কুলের পাশে বাজারে ওই শিক্ষার্থীকে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার কথা বলেন। পরে শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতা না পেয়ে শিক্ষার্থীর বন্ধুরা মিলে ভ্যান যোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে বিরামপুর হাসপাতালে যাওয়ার আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়। ছাত্রদের মোটরসাইকেল চাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এই বিষয়ে আমার জানা নেই।

বিদ্যালয়ের সভাপতি আলম হোসেন জানান, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঘটনা শোনার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0026741027832031