রাজবাড়ীর বালিয়াকান্দির আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়ার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভের আয়োজন করেন শিক্ষকেরা। পরে উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযুক্তের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ পুকুরের মাটি বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মাটি ব্যবসায়ী মুক্তার হোসেন আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোহাম্মাদ আব্দুল কাদের ভূঁইয়াকে শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় আব্দুল কাদের ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদনের অনুরোধ করেন শিক্ষকেরা।
প্রধান শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতরি সভাপতি মো: আব্দুল মজিদ শেখ, সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, আব্দুস সালাম, মাহবুব আলম, শিক্ষক মুন্সী আমীর আলী প্রমুখ।